স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এস পড়েছেন। কিন্তুু এখনো শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবার সুযোগ হয়নি রঙ্গণা হেরাতের। তবে এবার সুযোগ হচ্ছে তার। জিম্বাবুয়ে সফরে ৩৮ বছর বয়সী হেরাথই হতে যাচ্ছেন শ্রীলঙ্কার ১৩তম টেস্ট অধিনায়ক।
নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ইনজুরিতে। আঙ্গুলে অস্ত্রোপচারের কারণে প্রাথমিক দলে বিবেচনা করা হয়নি দলের নিয়মিত সহ-অধিনায়ক দিনেশ চান্ডিমালকেও। ফলে সিনিয়র খেলোয়াড় হিসেবেই জিম্বাবুয়ে সফরে লঙ্কানদের নেতৃত্ব থাকবেন হেরাথ।
লঙ্কানদের ইতিহাসে ৩৮ বছর বয়সী হেরাথই সবচেয়ে ‘বুড়ো’ অধিনায়ক নন। টেস্টে শ্রীলঙ্কাকে ১৯৮৩ সালে যখন সোমাচন্দ্রা ডি সিলভা নেতৃত্ব দেন তখন তার বয়স ছিল ৪০। সিলভার পর হেরাথই লঙ্কানদের সবচেয়ে ‘বুড়ো’ অধিনায়ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০