নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বাংলাদেশ নারী দল। মঙ্গলবার সকালে দ্বীপ দেশটির পথে রওয়ানা হয়েছেন নিগার সুলতানা জ্যোতি-জাহানারা আলমরা। সফরে স্বাগতিক নারী দলের বিপক্ষে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগ্রেসরা।
ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে পি সারা ওভালে। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে এসএসসি (সিংহলিজ স্পোর্টস ক্লাব) ক্রিকেট গ্রাউন্ডে। এই ওয়ানডে সিরিজ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। সূচি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল লঙ্কার মাটিতে পা রাখবে বাংলাদেশ দল। এরপর ২৭ এপ্রিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা।
২৯ এপ্রিল প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। দু’দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ২ মে। আর সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মে। ওয়ানডে সিরিজ শেষে ৯ মে মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ ১১ এবং ১২ মে। এই সিরিজের ভেন্যু এসএসসি।
বাংলাদেশ দলঃ
নিগার সুলতানা জ্যৌতি, ফারজানা হক পিঙ্কি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার্ নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দীশা বিশ্বাস, রাবেয়া খাতুন ও সুলতানা খাতুন।
শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ সূচি-
ওয়ানডেঃ
২৭ এপ্রিল প্রস্তুতি ম্যাচ, এসএলসি বোর্ড সভাপতি একাদশ বনাম বাংলাদেশ
২৯ এপ্রিল ১ম ওয়ানডে, পি. সারা ওভাল
২ মে ২য় ওয়ানডে, পি. সারা ওভাল
৪ মে ৩য় ওয়ানডে, পি. সারা ওভাল।
টি-টোয়েন্টিঃ
৭ মে প্রস্তুতি ম্যাচ, এসএলসি বোর্ড সভাপতি একাদশ বনাম বাংলাদেশ
৯ মে ১ম টি-টোয়েন্টি, এসএসসি
১১ মে ২য় টি-টোয়েন্টি, এসএসসি
১২ ই মে ৩য় টি-টোয়েন্টি, এসএসসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post