স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে আগামী ২১ অগাস্ট শুরু হবে প্রথম টেস্ট। পরের দুই ম্যাচ যথাক্রমে ২৯ অগাস্ট ও ৬ সেপ্টেম্বর থেকে শুরু।
লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে পাওয়া আঙুলের চোটে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন জ্যাক ক্রলি। তার বদলে ওপেনিংয়ে দেখা যাবে ড্যান লরেন্সকে। আর প্রথমবার টেস্ট দলে সুযোগ পেলেন জর্ডান কক্স।
ওপেনিংয়ে সুযোগ পাওয়া লরেন্স জাতীয় দলের হয়ে সবশেষ ২০২২ সালে মাঠে নেমেছিলেন। স্কোয়াডে ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে থাকছেন ২৩ বছর বয়সী কক্স। এসেক্সের হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন এই তরুণ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১২ ইনিংসে ৬৯.৩৬ গড়ে ৩ সেঞ্চুরিতে করেছেন ৭৬৩ রান। এদিকে ক্রলির মতো চোটে পড়ায় লঙ্কানদের বিপক্ষে খেলতে পারবেন না ডিলন পেনিংটন। ‘দা হান্ড্রেড’ টুর্নামেন্টে খেলার সময় হ্যামস্ট্রিং চোটে পড়া এই পেসারের বদলে সুযোগ পেয়েছেন অলি স্টোন।
ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, জেমি স্মিথ, ক্রিস ওকস, মার্ক উড, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, ম্যাথু পটস, অলি স্টোন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০