নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে নতুন মুখ আলিস আল ইসলাম। বিপিএলে আলো ছড়িয়ে এবার জাতীয় দলে ডাক পেয়েছেন এই স্পিনার।
এদিকে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, নাঈম শেখ ও তাইজুল ইসলাম। নিশ্চিতভাবেই বিপিএলের পারফরম্যান্সই বড় কারণ সেখানে। সবাই বেশ ফর্মে রয়েছে। তবে রিয়াদের ফেরার লড়াইটা একটু আলোচনারই ছিল। চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদও।
এদিকে নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব ও তানভীর ইসলাম। এছাড়া নেই সাকিব আল হাসানও। নাজমুল হোসেন শান্তকে পূর্ণাঙ্গভাবে অধিনায়ক করার পর এই প্রথম টি-টোয়েন্টি দল এটি।
আগামী ১ মার্চ বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৪ মার্চ থেকে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৬ মার্চ ও ৯ মার্চ। সবগুলো ম্যাচই হবে লাক্কাতুরার ২২ গজে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post