স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজের জন্য সোমবার স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এবিসি)। আইপিএল মাতানো রশিদ খান-নূর আহমেদদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে আফগানরা।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেই বিশ্বকাপ বাছাইপর্বের জন্য জিম্বাবুয়ে উড়াল দেবে লঙ্কানরা। এর আগে ঘরের মাঠে রশিদ খান-মোহাম্মদ নবিদের বিপক্ষে সিরিজ খেলবে তারা। হাম্বানটোটায় হবে সিরিজের তিন ম্যাচ।
হাশমতউল্লাহ শহীদি আফগানিস্তানের নেতৃত্ব দেবেন। তরুণ অলরাউন্ডার আব্দুল রহমান ঘরোয়া ওয়ানডে কাপে দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। রিজার্ভ তালিকায় আছেন শহীদউল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, জিয়া উর রহমান আকবর এবং গুলবাদিন নাইব।
বর্তমানে আইপিএলে থাকা রশিদ খান, নূর আহমেদ ও রহমানুল্লাহ গুরবাজ রীতিমতো দলে জায়গা ধরে রেখেছেন। আগামী ২ জুন শুরু থেকে শুরু হবে এই সিরিজ। সিরিজের সবক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আফগানিস্তান স্কোয়াড:
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, রাশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, আব্দুল রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ মালিক।
রিজার্ভ: গুলবাঁদিন নাইব, শহীদউল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, জিয়া উর রহমান আকবর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post