শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

0
4

স্পোর্টস ডেস্কঃ শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি দিয়ে পর্দা উঠবে সিরিজের। সেই ম্যাচের জন্য এক দিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ম্যাচের আগেরদিন নিজেদের একাদশ ঘোষণা দিয়েছে অজিরা।

যেখানে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দলকেই দেখা যাবে। সবশেষ পাকিস্তানের সফরের দল থেকে বেশ কয়েকটি পরিবর্তন এসেছেন। খেলবেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলরা। উইকেটরক্ষক ব্যাটারের ভূমিকায় দেখা যাবে ম্যাথু ওয়েডকে। নেই আরেক উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।

৭ জুন মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরুর হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কোস স্টোয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন ও জশ হ্যাজলেউড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here