স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপে খেলা হচ্ছে না ওয়ানিন্দু হাসারাঙ্গার। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। ফলে খেলতে পারেন নি পুরো এশিয়া কাপে। এবার জানা গেল আগামী মাস থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি।
বিশ্বকাপের দল আজ (মঙ্গলবার) ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ঘোষিত ১৫ সদস্যের সেই দলে নেই হাসারাঙ্গা। এশিয়া কাপের আগে চোটে পড়া এই তারকা অলরাউন্ডার পুনর্বাসন প্রক্রিয়ার সময় আবার চোটে পড়েছেন। সেরে উঠতে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ লাগবে। এমনকি অস্ত্রোপচারও করাতে হতে পারে।
শ্রীলঙ্কা দলের সবচেয়ে বড় তারকা হাসারাঙ্গা সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। এ কারণে সবশেষ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে খেলতে পারেননি তিনি। টুর্নামেন্টটির সর্বোচ্চ রান (২৭৯) ও সর্বাধিক উইকেট সংগ্রাহকও (১৯) হয়েছিলেন তিনি। এশিয়া কাপ মিস করা হাসারাঙ্গা পুনর্বাসনে থাকা অবস্থায়ও চোট পেয়েছেন।
ব্যাট হাতে এ বছর বাজে সময় পার করতে থাকা দাসুন শানাকার নেতৃত্ব ছাড়ার গুঞ্জন থাকলেও তাঁকেই অধিনায়ক হিসাবে রেখে দেওয়া হয়েছে। সহ–অধিনায়ক থাকছেন উইকেটকিপার–ব্যাটার কুশল মেন্ডিস। একমাত্র রিজার্ভ খেলোয়াড় হিসাবে দলের সঙ্গে যাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল- দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ–অধিনায়ক), কুশল পেরেরা, পাতুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, মহীশ তিকশানা, দুনিত ভেল্লালাগে, কাসুন রাজিতা, মাতিশা পাতিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।
রিজার্ভ : চামিকা করুণারত্নে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post