স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে অল্পতে গুঁটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বৃহস্পতিবার ব্যাঙ্গালোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫৬ রানে অলআউট হয়েছে জস বাটলারের দল। দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল ইংল্যান্ড।
জনি বেয়ারস্টো ও ডেভিড মালানে ৬ ওভারেই ৪৫ রান তুলে ফেলে ইংল্যান্ড। ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। ২৫ বলে ২৮ রান করা ডেভিড মালানকে ফিরিয়ে দেন তিনি। পরের উইকেট তুলতেও দারুণ অবদান তাঁর। তার থ্রোয়ে কুশাল মেন্ডিসের হাতে রানআউট হয়ে বিদায় নেন জো রুট।
রুট ১০ বলে করেন ৩ রান। এরপর উইকেটের মিছিল চলে ইংলিশ শিবিরে। জস বাটলার ৮ রানে, লিয়াম লিভিংস্টোন ১ রানে, মঈন আলি ১৫ রানে, ক্রিস ওকস শূন্য রানে ও মার্ক উড ৫ রান করে আউট হন। মঈনের উইকেট নেন ম্যাথিউস।
এক পর্যায় ইংল্যান্ডের হয়ে হাল ধরেছিলেন বেন স্টোকস। তবে একপ্রান্তে আগলে রেখে খেলতে গিয়ে আরও চাপে পড়ে তারা। চাপের মুখে ৭৩ বলে ৪৩ রান করে আউট হন স্টোকস। শেষ পর্যন্ত ১৪ রান করে টিকে ছিলেন ডেভিড উইলি। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট পান লাহিরু কুমারা। ম্যাথিউস ও কাসুন রাজিথা নেন ২টি করে উইকেট। মহেশ থিকশানা নেন এক উইকেট।