স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসানের গল টাইটান্সের টানা ৪ হার। শুক্রবার ডাম্বুলা অরার বিপক্ষে বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে রয়েছে দলটি। সাকিবদের ৭ উইকেটে হারায় ডাম্বুলা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৩৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা ১৪ বল বাকি থাকতে।
চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ বলে একটি চারে সাকিব করেন ১৩ রান। পরে বোলিংয়ে ৪ ওভারে ২০ রানে নেন একটি উইকেট। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা গল শুরুতেই হারায় টিম সেইফার্টকে। নিউজিল্যান্ডের এই ওপেনার ১২ বলে ১৫ রান করেন। আরেক ওপেনার শেবন ড্যানিয়েল ফেরেন ৯ বলে ৭ রান করে। ৪ নম্বরে ক্রিজে আসেন সাকিব। কিউই ব্যাটসম্যান চাড বৌসের সঙ্গে ২০ বলে ২৬ রানের জুটি গড়েন।
সাকিব আফগান স্পিনার নুর আহমেদের বলে বোল্ড হন ১৩ বলে ১৩ রান করে। অধিনায়ক দাসুন শানাকার ২৬ বলে ৩৬ রানের সুবাদে কোনোমতে ৯ উইকেটে ১৩৩ রান করতে পারে গল। এবারের আসরে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ভালো করলেও এই নিয়ে টানা তিন ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেন সাকিব।
রান তাড়া করতে নেমে আভিশকা ফার্নান্দোর ৪৯ বলে অপরাজিত ৭০ রানের ইনিংসে দুই ওভারের বেশি বাকি থাকতে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় ডাম্বুলা। ৪ ওভার বোলিং করে সাকিব দিয়েছেন ২০ রান, নিয়েছেন কুশল পেরেরার উইকেট। ৬ ম্যাচের ৪টি জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডাম্বুলা। আর ৬ ম্যাচের ৪টিই হেরে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে সবার নিচে আছে গল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০