স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে হার দেখেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে অজিদের হার ৩-২ ব্যবধানে। এই হারের ক্ষত থাকলেও, ক্যামেরন গ্রিনসহ তরুণ ক্রিকেটাররা ভালো পারফর্মেন্স উপহার দিয়েছে। আর এতে কিনা খুশি অস্ট্রেলিয়ার টিম ম্যানেজম্যান্ট।
দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন সেই খুশির কথা। এছাড়া শ্রীলঙ্কা ক্রিকেট ও সমর্থকদেরও ধন্যবাদ দিয়েছেন তিনি। বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দারুণ সিরিজ চালিয়ে নেওয়ায় সবার প্রতিই কৃতজ্ঞতা জানিয়েছেন। অনেক সমর্থকই হলুদ পতাকা, প্ল্যকার্ড, জার্সি পড়ে এসেছিলেন তাদের সমর্থনে।
ফিঞ্চ বলেন, ‘নবাগতরা বেশ প্রভাবিত করেছে ম্যাচ। দারুণ সফর ছিল এটি। আমাদের সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। অনেকে আজ (শুক্রবার) আমাদের সমর্থনে হলুদ জার্সি পড়ে এসেছেন, তবে উল্টো আমাদের উচিত সমর্থকদেরকে ধন্যবাদ জানানো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা