শ্রীলঙ্কার সাকিবের বোলিং শুরুর আগে মাঠে সাপ!

0
82

স্পোর্টস ডেস্কঃ প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠের মধ্যে এর আগে মৌমাছির আক্রমণ দেখা গেছে। তবে এবার মাঠে ঢুকে গেছে রীতিমতো সাপ! লঙ্কা প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনে লড়ছে গল টাইটান্স ও ডাম্বুল অরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচে আগে ব্যাট করে ১৮০ রান করে গল।

জবাব দিতে নেমে পাওয়ার প্লের ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রান করে ডাম্বুলা। ইনিংসের পঞ্চম ওভার বল করতে আসেন গলের স্পিনার সাকিব আল হাসান। বাংলাদেশি এই তারকা ক্রিকেটার যখন বোলিং করতে প্রস্তুত তখনই দেখা মাঠে ঢুকে পড়েছে বড় একটি সাপ! যার কারণে খানিকটা অপেক্ষা করতে হয় বোলার সাকিবকে।

অবশ্য সাপ মাঠে ঢুকে পড়ায় বেশিক্ষণ খেলা বন্ধ রাখতে হয় নি। মাঠের ‘আগন্তুক’ আপনা আপনি বের হয়ে যান বাউন্ডারি লাইন থেকে। সেই ওভারে সাকিব রান খরচ করেন ৮। অবশ্য ফিল্ডারের ভুলে ৫ রান পেয়ে যায় ডাম্বুলা। এদিকে শ্রীলঙ্কার মাঠে নতুন নয় সাপের আগমন। এমনকি বন্য হাতিরও আগমন হয় দেশটি স্টেডিয়ামে! এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড দলের অনুশীলনের সময়ও মাঠে একটি সাপ ঢুকে পড়েছিল।

ডাম্বুলার বিপক্ষে তিনে নামা ভানুকা রাজাপাকসে গলের হয়ে সর্বোচ্চ ৪৮ (৩৪ বলে) রান করেন। অধিনায়ক দাসুন শানাকা ২১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। সাকিব বড় ইনিংস খেলতে না পারলেও আলো ছড়ান। ৩৬ বছর বয়সী এই ব্যাটার ভানুকা রাজাপাকসের বিদায়ে দলের পঞ্চম ব্যাটার হিসেবে ১৩তম ওভারে মাঠে নামেন। তবে নিজের রুদ্রমূর্তি ১৫তম ওভারে দেখান বাঁহাতি এই ব্যাটার।

স্পিনার ধনঞ্জায়া ডি সিলভার করা ওই ওভারে সাকিবের ২টি ছক্কা ও ১ চারে আসে ১৯ রান। তবে এমন ঝোড়ো সূচনা করেও বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। ১৮তম ওভারে শাহনওয়াজ দাহানির কাছে বোল্ড হন তিনি। ১৪ বলে ১ চার ও ২ ছয়ে ২৩ রান করেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিব আউট হওয়ার পর অধিনায়ক দাসুন শানাকা ঝড় তোলেন। ২১ বলে ২ চার ও ৪ ছয়ে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here