শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ নিয়ে ভাবতে হচ্ছে না বাংলাদেশকে

    0
    108

    স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের টিকে থাকার ম্যাচে বাংলাদেশ ব্যাটে-বলে দেখিয়েছে অসাধারণ নৈপুণ্য। গত রাতে আফগানিস্তানের বিপক্ষে জয় এসেছে ৮৯ রানের বিশাল ব্যবধানে। আর এই জয়ের পর কাগজে কলমে অন্তত সুপার ফোর নিশ্চিত করেই ফেলেছে সাকিব আল হাসানের দল।

    রোববার আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ৩৩৪ রান করে বাংলাদেশ। রান তাড়ায় আফগানদের ইনিংস থেকে ২৪৫ রানে। রেকর্ড রান তাড়া করে জিততে হতো তাদের। কিন্তু সেটি করতে পারেনি। বড় হারে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় রশিদ খান-মোহাম্মদ নবিরা। অন্যদিকে সুপার ফোন নিশ্চিত বাংলাদেশের।

    গাদ্দাফি স্টেডিয়ামে বড় জয়ের সুবাদে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে আর তাকিয়ে থাকতে হচ্ছে না বাংলাদেশকে। গ্রুপের শেষ ম্যাচে এই দলের ফলাফল যাই হোক না কেন গ্রুপে সাকিব-মুশফিকরা সেরা দুই দলের ভেতরেই থাকছে। অর্থাৎ টাইগাররা এখন এশিয়া কাপের সুপার ফোরে।

    পাল্লকেলেতে গত ৩১ আগস্ট বাংলাদেশকে হারিয়ে +০.৯৫১ রান রেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কা। সমান দুই পয়েন্ট থাকলেও নেট রানরেটে তাদের থেকে কিছুটা পিছিয়ে বাংলাদেশ +০.৩৭৩। এদিকে আফগানদের রানরেটের অবস্থা বেহাল। তারা নেট -১.৭৮০ নিয়ে আছে গ্রুপের তলানিতে।

    এখন শ্রীলঙ্কাকে যদি আফগানিস্তান অল্প ব্যবধানে হারায় তবু বাংলাদেশ ও শ্রীলঙ্কা যাবে পরের পর্বে। আর শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে যদি বাংলাদেশের রানরেটকে আফগানরা ছাড়িয়ে যায় তাহলে কপাল পুড়বে লঙ্কানদের। তাদের রানরেট তখন চলে যাবে বাংলাদেশের নিচে।

    ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেলেও সমস্যা নেই বাংলাদেশের। এক পয়েন্ট নিয়ে বিদায় নিতে হবে রশিদ খানদের। আগামী ৬ সেপ্টেম্বর লাহোরেই হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচটি। এদিকে সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। খেলা একই মাঠে। অর্থাৎ গাদ্দাফি স্টেডিয়ামে, ৬ সেপ্টেম্বর।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here