স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা দলে আবারও চোটের ধাক্কা। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ছিটকে গেলেন শ্রীলঙ্কার আরও দুই পেসার। এর আগে টি-টোয়েন্টি সিরিজের আগে ছিটকে পড়েন দুই পেসার দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা। এবার ছিটকে গেলেন দুই পেসার মাতিশা পাতিরানা ও দিলশান মাদুশঙ্কা।
দলের দুই তারকার চোটে শ্রীলঙ্কাকে বাধ্য হয়ে বেছে নিতে হচ্ছে অনভিষিক্ত পেসার মোহামেদ সিরাজকে। লঙ্কান টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন এই খবর। এরপর শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, আরও একজন অনভিষিক্ত পেসারকে দলে নিচ্ছে তারা। তার নাম এশান মালিঙ্কা। এদিকে তিনজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে-ব্যাটার কুশল পেরেরা, পেসার প্রমোদ মাদুশান এবং স্পিনার জেফে ভেন্ডারসে।
আগামীকালের ম্যাচ দিয়ে অবশ্য ওয়ানডেতে নতুন অধ্যায়ের শুরু হবে শ্রীলঙ্কার। ওয়ানডে অধিনায়ক হিসেবে কাল অভিষেক হচ্ছে চারিত আসালাঙ্কার। সম্প্রতি কুশল মেন্ডিসকে সরিয়ে এই সংস্করণের নতুন অধিনায়ক হিসেবে আসালাঙ্কার নাম ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কলম্বোয় ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে খেলবে ২, ৪ ও ৭ অগাস্ট। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। সিরিজের শেষ ম্যাচ টাই হয়। এরপর সুপার ওভারে জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করে সুর্যকুমার যাদবের ভারত দল।
শ্রীলঙ্কা ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাদুশকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা কারুনারাত্নে, মাহিশ থিকশানা, আকিলা দানাঞ্জয়া, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা ও আসিথা ফার্নান্দো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post