স্পোর্টস ডেস্ক:: আর মাত্র কয়েক ঘন্টা। এরপরই শুরু হচ্ছে চার/ছক্কার ক্রিকেটীয় লড়াই। ১৬ জাতি অংশ নিচ্ছে বিশ্বের সেরা হওয়ার লড়াইয়ে। প্রায় মাস ব্যাপী ব্যাট-বলের যুদ্ধ শেষে এক দলের হাতে উঠবে বিশ্ব সেরার মুকুট।
রাত পোহালেই বিশ্বকাপের দামামা বেজে উঠবে। রোববার সকালে শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপের লড়াই। ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রথম পর্ব চলবে ২২ অক্টোবর পর্যন্ত। ২২ অক্টোবর থেকে শুরু হবে সেরা বারোর লড়াই। ১৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের টি-২০ বিশ্বকাপের।
শ্রীলঙ্কা-নামিবিয়া দিয়ে রোববার সকাল ১০টায় মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। একই দিন দুপুর ২টায় সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। ২২ অক্টোবর সুপার টুয়েলভের লড়াইয়র প্রথম দিনেই মাঠে নামবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। একই দিন বিকেল ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান।
সাকিব আল হাসানদের বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ অক্টোবর। প্রথম পর্ব থেকে আসা এ গ্রুপের রানার্সআপদের বিপক্ষে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০