স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চলতি বিশ্বকাপ অঘটনের জন্ম দেওয়া নেদারল্যান্ডস আজ মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। লখনৌতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ডাচরা। শনিবার সকাল ১১টায় শুরু হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচটি।
বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও ৮১ রানে হারতে হয় নেদারল্যান্ডসকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হেরেছে ৯৯ রানে। তবে নিজেদের তৃতীয় ম্যাচে এসে চমক দেখিয়েছে ১২ বছর পর বিশ্বকাপে ফেরা দলটি। আসরে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে চমকে দিয়েছে ডাচরা।
এবারের বিশ্বকাপে যাচ্ছেতাই অবস্থা শ্রীলঙ্কার। টানা বাজে পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক বদল ব্যাকফুটে ঠেলে দিয়েছে তাদের। টুর্নামেন্টের মাঝপথে এসে আবার রিজার্ভ হিসেবে উড়িয়ে আনা হয়েছে আরও দুই ক্রিকেটারকে। সব মিলিয়ে এবারের আসরে এখনও প্রথম জয়ের খোঁজে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
শ্রীলঙ্কা একাদশ- পাথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, চামিকা করুণারত্নে, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশঙ্কা।
নেদারল্যান্ডস একাদশ- বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।