শ্রীলঙ্কা সফরে বিশ্রাম দেওয়া হয়েছে সালমা-রুমানাকে

0
73
সংগৃহীত ছবি।

নিজস্ব প্রতিবেদকঃ এপ্রিলের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের টোয়েন্টি সিরিজও খেলবে টাইগ্রেসরা। আসন্ন এই সফরের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ঘোষিত দলে নতুন মুখ সুলতানা খাতুন। দলে আছেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক দিশা বিশ্বাস, স্বর্ণা আক্তার। স্বর্ণা অবশ্য সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই জাতীয় দলে অভিষেক করে ফেলেছেন। তবে ওয়ানডেতে এই প্রথম ডাক পেয়েছেন।

তবে এই সিরিজে রাখা হয়নি দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন ও রুমানা আহমেদকে। দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের সাথে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মারুফা আক্তারকেও। মূলতি চলতি বছরে বেশ কয়েকটি সিরিজ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক মঞ্জুরুল ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে পি সারা ওভালে। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। এদিকে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে এসএসসি (সিংহলিজ স্পোর্টস ক্লাব) ক্রিকেট গ্রাউন্ডে।  সূচি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল লঙ্কার মাটিতে পা রাখবে বাংলাদেশ দল। এরপর ২৭ এপ্রিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা।

২৯ এপ্রিল প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। দু’দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ২ মে। আর সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মে। ওয়ানডে সিরিজ শেষে ৯ মে মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ ১১ এবং ১২ মে। এই সিরিজের ভেন্যু এসএসসি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here