স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সফরে মেয়েদের পাঠাচ্ছে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ওয়ানডে সিরিজ খেলতে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) সিরিজের সূচি প্রকাশ করেচে। আগামি ২৯ এপ্রিল শুরু হবে দুই দলের সিরিজ। শেষ হবে ১২ মে। সিরিজ শুরুর আগে অবশ্য দুই ফরম্যাটেই মেয়েরা প্রস্তুুতি ম্যাচ খেলবে।
সূচি অনুযায়ী আগামি ২৭ এপ্রিল শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুুতি মূলক ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। এরপর ২৯ এপ্রিল প্রথম ওয়ানডে অনুষ্টিত হবে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে ২ মে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি হবে ৪ মে। এক দিনের সিরিজের সবগুলো ম্যাচই হবে কলম্বোর পি সারা ওভালে।
এরপরই শুরু হবে টি-২০ সিরিজ। ৭ মে টি-২০ ফরম্যাটের প্রস্তুুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। ৯ মে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি অনুষ্টিত হবে। ১১ মে হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। সবশেষ টি-২০ হবে ১২ মে। কলম্বোর সিংহলিজ স্পেোার্টস ক্লাব মাঠে হবে এই সিরিজের সব ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০