শ্রীলঙ্কা সফর শেষ অজি পেসারের

0
7

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা সফরের দল থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার পেসার শন অ্যাবট। আঙ্গুলের ইনজুরিতে লঙ্কান সফরে আর খেলা হচ্ছে না অ্যাবটের। মূলত নেটে অনুশীলন করতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছেন অ্যাবট। আর সেই চোট নিয়ে এবার ফিরতে হচ্ছে নিজ দেশেই।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। লঙ্কান সফরে টি-টোয়েন্টি দলে ছিলেন অ্যাবট। তবে আজ থেকে শুরু হতে যাওয়া এই সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

তবে শুধুমাত্র টি-টোয়েন্টি দলের নয়। অ্যাবটের খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়েও। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ ছিল। সেখানেও খেলা হচ্ছে না ৩০ বছর বয়সী এই ডানহাতি পেসারের। তবে এখন পর্যন্ত তার বিকল্প ঘোষণা করা হয়নি। নেওয়া হবে না বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে আরও এক অজি ক্রিকেটারেরও খেলা হচ্ছে না লঙ্কা সফরে। তিনি হলেন পিটার হ্যান্ডসকম্ব। অজিদের এই ব্যাটার ছিলেন ‘এ’ দলে। তবে সন্তানসম্ভাবা স্ত্রী’র পাশে থাকতে নিজ দেশে ফিরে গেছেন তিনিও। তার বদলি হিসেবে জিমি পিয়ারসনকে অন্তর্ভুক্ত করেছে সিএ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here