স্পোর্টস ডেস্কঃঃ বিপিএলের পরপরই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। এই সিরিজে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে দলটি।
দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচও রাখা হয়নি মিরপুরে। অপর দুই ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের দুটি টেস্ট।
ম্যাচের চাপ কমাতেই মিরপুরের হোম অব ক্রিকেটে এই সিরিজের টেস্ট ম্যাচ আয়োজন করছে না ক্রিকেট বোর্ড। ২০০৭ সালের অভিষেকের পর এই প্রথম মিরপুর পেলো না টেস্ট সিরিজের ম্যাচ।
Discussion about this post