নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে নেই সাকিব আল হাসান। এই সিরিজের মধ্য দিয়ে নাজমুল শান্তকে নতুন করে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি। ঠিক কি কারণে দলে নেই, সেই বিষয় নিয়ে আজ বুধবার গণমাধ্যমে উত্তর দিয়েছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজ্জাক বলছিলেন, ‘সাকিবের ব্যাপারটা হচ্ছে অবশ্যই তার ইনজুরি। ছুটি চাওয়ার ব্যাপারটা হচ্ছে… ইনজুরির কারণে ও সময় নিচ্ছে। ও ভালো ট্রিটমেন্ট করবে সম্ভবত। সে (সাকিব) ছুটি চেয়েছিল কি না, নাকি চোখের সমস্যা- এ কারণে তাকে না রেখে আপনারা কন্সিডার করলেন। মূলত নেগোসিয়েশনটা কিভাবে হলো?’
সাকিব কি এই ঘরোয়া ক্রিকেট খেলবেন— জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘এখনও আমি জানি না। এটা আসলে কী হয়, আলোচনা এমন হয়েছে পরিবেশই এভাবে তৈরি হয়েছে। কারণ ওর এরকম সমস্যা চলছে। মেডিকেল দলের যে কথা, সাকিবের যা চাওয়া আমরা আসলে সেটার সঙ্গে গিয়েছি। এই-ই, আর কিছু না। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post