স্পোর্টস ডেস্ক: ঐতিহাসিক জয়ে ইংল্যান্ডকে বধ করে ছিলো বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ।
ওয়ালটন গ্রুপের ইয়ুথ অ্যাম্বাসেডর মিরাজ। নিজেদের ইয়ুথ অ্যাম্বাসেডর মিরাজকে রোববার সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ।
অভিষেক টেস্ট সিরিজে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে ম্যান অব দ্য সিরিজ হওয়ায় ক্রিকেটের ‘বিস্ময় বালক’ হিসেবে পরিচিতি পাওয়া মেহেদী হাসান মিরাজকে সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি।
ওয়ালটনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে মিরাজের হাতে তুলে দেওয়া হয় এক লাখ টাকার চেক ‘টোকেন অব লাভ’। সঙ্গে ওয়ালটন ব্র্যান্ডের ‘প্রিমো এক্স-ফোর’ মডেলের স্মার্টফোন।
রোববার (০৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ওয়ালটনের মিডিয়া অফিসের কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি অ্যান্ড এইচআরএম) এসএম জাহিদ হাসান, নির্বাহী পরিচালক (পিআরঅ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবীর, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম ও জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক রবিউল ইসলাম মিল্টন প্রমুখ।
সংবর্ধনার জবাবে মিরাজ বলেন, ওয়ালটনের কাছে কৃতজ্ঞ। ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদেরও যথাযথ মূল্যায়ন করে ওয়ালটন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওয়ালটনের সম্মান বাড়াতে ভবিষ্যতে আরো ভালো পারফর্ম করার চেষ্টা করবো।
ইংল্যান্ড জয়ের নায়কের প্রত্যাশা- বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে, ওয়ালটনও বিশ্বের এক নম্বর ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০