সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল নিষিদ্ধ সোহাগ

0
58

স্পোর্টস ডেস্ক:: বাফুফের নিষিদ্ধ হওয়া সাবেক সাধারণ সম্পাদক হাস্যোজ্জ্বল মুখ নিয়েই হাজির হয়েছেন সংবাদ সম্মেলনে। তার আইনজীবি আজমালুল হোসাইন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেই সংবাদ সম্মেলনে সোহাগ উপস্থিত হন কিনা সেটি নিয়ে আলোচনা চলছিলো।

তবে সংবাদ সম্মেলনের শুরুতেই সোহাগ উপস্থিত হন। আনজীবিকে নিয়ে তিনি আসেন সংবাদ সম্মেলনে। এসময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। বিকেল ৪টা নাগাদ সংবাদ সম্মেলনটি শুরু হয়েছে।

ফিফা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অনিয়ম ও জালিয়াতির কারণে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিলো। সঙ্গে বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা জরিমানাও করেছিলো।

এরপর থেকেই সাংবাদিকরা সোহাগ খুঁজছিলেন। তবে তিনি নিজেকে আড়ালে রেখেছিলেন। কোনো মন্তব্য করেননি গণমাধ্যমে। অবশেষে তিনি আইনজীবিকে নিয়ে হাজির হলেন সংবাদ সম্মেলনে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here