স্পোর্টস ডেস্কঃ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আর বাকি পাঁচ মাসের মতো। এর আগে জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপের বাছাই পর্ব। আর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের লড়াই শুরুর আগে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে সংযুক্ত আরব আমিরাত ও উইন্ডিজ।
আগামী জুন মাসে জিম্বাবুয়েতে হবে দশ দলের বিশ্বকাপ বাছাই পর্বে। সেখানে অংশ নিবে উইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের মতো টেস্ট খেলুড়ে দল। এছাড়া লড়াইয়ে নামবে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।
আগামী ৫ জুন মাঠে গড়াবে আরব আমিরাত-উইন্ডিজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। বাকি দুই ম্যাচ হবে ৭ ও ৯ জুন। দিবা-রাত্রির সবগুলো ম্যাচই হবে শারজাহতে। সিরিজ শেষে সেখান থেকেই একসঙ্গে জিম্বাবুয়ের বিমান ধরবেন দু’দলের ক্রিকেটাররা। জুনের ১৮ তারিখ থেকে হবে বিশ্বকাপ বাছাই পর্ব। যা চলবে জুলাই পর্যন্ত।
সংযুক্ত আরব আমিরাত এবং উইন্ডিজ সিরিজের সূচি-
প্রথম ওয়ানডে – ৫ জুন, শারজাহ
দ্বিতীয় ওয়ানডে – ৭ জুন, শারজাহ
তৃতীয় ওয়ানডে – ৯ জুন, শারজাহ
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০