নিজস্ব প্রতিবেদকঃ একের পর এক ফিফটি হাঁকিয়েই যেন যাচ্ছেন ক্যারিবিয়ান ব্যাটারা। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে নিজেদের পঞ্চম ফিফটির দেখা পেয়েছে উইন্ডিজ ‘এ’ দল। তৃতীয় দিন সকালের সেশনের শুরুতেই ফিফটি তুলে নেন কেভিন সিনক্লেয়ার। তবে তার ফিফটির পর, জশুয়া ডা সিলভার উইকেট হারাতেই ইনিংস ঘোষণা করে উইন্ডিজ।
বৃষ্টির বাগড়ার কারণে খেলা শুরু হতে দেরী হয়। বেলা ১১টার দিকে শুরু হয় খেলা। দিনের দ্বিতীয় ওভারেই নিজের ফিফটি পূরণ করেন সিনক্লেয়ার। এরপর দ্রুত রান তুলতে চেষ্টা চালায় সফরকারীরা। তবে সফল হয়নি শেষ পর্যন্ত।
এর মধ্যে নাঈম হাসানের করা ১২৭তম ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে আরেক ক্যারিবিয়ান ব্যাটার জশুয়া ডা সিলভা ডিপ মিড উইকেট তালুবন্দি হন সাইফ হাসানের হাতে। ১২৭ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৭ রানে ক্যারিবিয়ান অধিনায়ক জশুয়া আউট হতেই ড্রেসিং রুমে ফিরে যেতে যেতে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেন।
১২৬.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪২৭ রানের বড় সংগ্রহেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে উইন্ডিজ ‘এ’ দল। ৮০ বলে ৬ বাউন্ডারিতে ৫৩ রানে অপরাজিত ছিলেন সিনক্লেয়ার।
এর আগে অধিনায়ক জশুয়ার ৭৭ রানের ইনিংস তো আছেই। সঙ্গে আরও তিনটি ফিফটি পেয়েছিল ক্যারিবিয়ানরা। দুই ওপেনার ত্যাজনারায়ণ চন্দরপল খেলেছেন ৮৩ রানের ইনিংস ও ক্রিক ম্যাকেঞ্জি খেলেছেন ৮৬ রানের ইনিংস। এছাড়া অ্যালিক স্টিভেন ৮৫ রান করেন। তবে কেউই সেঞ্চুরি পূরণ করতে পারেননি ব্যক্তিগতভাবে।
বাংলাদেশের হয়ে মুশফিক হাসান ৩ উইকেট শিকার করেন সর্বোচ্চ। ২টি উইকেট লাভ করেন নাঈম হাসান। ১টি করে উইকেট নিয়েছেন সাইফ হাসান ও রিপন মণ্ডল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা