নিজস্ব প্রতিবেদকঃ দ্বিতীয় দিনে সকালের সেশনের শুরুতেই একেবারে প্রথম ওভারে রেজাউর রহমান রাজাকে দুই বাউন্ডারি হাঁকান অ্যালিক স্টিভেন। এরপর ৭১তম ওভারে এই রাজাকেই হাঁকান ছয়ও। সকালের শুরুতেই এমন আক্রমণাত্বক ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন অ্যালিক স্টিভেন।
ফিফটি হাঁকিয়েই অ্যালিকের চওড়া হাসি। সতীর্থদের কাছ থেকে পেয়েছেন অভিবাদনও। ফিফটি হাঁকানোর পরের ওভারেই মুশফিক হাসানকে তিন বাউন্ডারি হাঁকিয়ে ১৪ রান তুলেছেন অ্যালিক। আক্রমণাত্বক ব্যাটিংয়ে দলের রান দ্রুতই বাড়াচ্ছিলেন এই ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল সংগ্রহ করেছে ৭৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫০ রান। তেজনারায়ণ চন্দরপল ৭৩ ও অ্যালিক স্টিভেন ৬৩ রান করে অপরাজিত আছেন।
এর আগে গতকাল প্রথম দিনে ঝড়ের আগে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখায় ক্যারিবিয়ানরা। ৬৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে উইন্ডিজ দল। তেজনারায়ণ চন্দরপল ১৯০ বলে ৫ বাউন্ডারির মারে ৭০ রান করেন। অপরদিকে ৫২ বলে ৬ বাউন্ডারিতে ৩৫ রান করেন অ্যালিক স্টিভেন। আজ সকালে সেখান থেকেই আবারও ব্যাট করতে নামবেন এই দুজন।
বাংলাদেশের হয়ে আগের দিন ১টি করে উইকেট শিকার করেন সাইফ হাসান ও মুশফিক হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা