সকালে ঘুম থেকে উঠে প্রথমেই চোখে পড়ত বুট আর বন্দুকের নল- ইংলিশ কোচ

    0
    34

    স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কার মধ্য দিয়েই বাংলাদেশে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। দলটির কোচ পল ফারব্রেস। তিনি ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলাল সময় শ্রীলঙ্কান সহকারী কোচ ছিলেন।

    এবার বাংলাদেশে এসে জানালেন ভিন্ন কথা। এখানে তাদের নিরাপত্তা নিয়ে ভাববার প্রয়োজন পড়ছে না। এর চেয়ে নিরাপদ আর কোথাও যাবার জায়গা নেই বলেই জানালেন ইংলিশ কোচ। সেই সাথে জানালেন পাকিস্তান সফরের সে সময়ের ভয়াবহ স্মৃতির কথা।

    ইংলিশ কোচ বলেন, পাকিস্তানে আমরা যখন ছিলাম ঘুম থেকে উঠেই দেখতে হতো বন্দুকের নল আর বুট। দরজার সামনেই থাকতো সশস্ত্র রক্ষী। দরজা খোললেই আঙ্তকে উঠতাম। বাংলাদেশে এসে অনন্তত এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে না। আমাদের ঘাড়ের উপর কেউ নেই।

    ২০০৯ সালে পাকিস্তান সফরে তিনি গিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সহকারী কোচ হয়ে। লাহোরে লঙ্কানদের টিম বাসে হামলার সময় তিনে বাসেই ছিলেন।

    এবার সেই পল ফারব্রেসই বাংলাদেশে্ এসেছেন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচ হয়ে বাংলাদেশে এসে জানালেন,  এখানে সবারই আগ্রহ স্রেফ ক্রিকেট নিয়ে। বললেন, ‘এখানকার পরিস্থিতি অন্যরকম। এখানে থাকলেই কেবল সেটা বোঝা যাবে। সবাই কথা বলতে চায় ক্রিকেট নিয়েই। আমার মনে হয় না, বাংলাদেশের চেয়ে ভাল জায়গায় আমরা থাকতে পারতাম।’

    বাংলাদেশে ইংল্যান্ড দল খেলবে তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট। আর সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গী তৎপরতায় এই সিরিজ আয়োজনই হুমকির মুখে পড়ে গিয়েছিল। তবে, শেষ মেশ যথাসময়েই মাঠে গড়াচ্ছে।

    ইংলিশ কোচ বলেন, ‘বাংলাদেশে শেষবার আমরা এসে যেমন দেখেছিলাম, তার চেয়ে এবার ভিন্ন কিছু দেখছি না। হোটেলে আমাদের ঘাড়ের ওপর কেউ দাঁড়িয়ে নেই। পাকিস্তানে যেমন নিরাপত্তারক্ষী দরজার বাইরে বন্দুক হাতে বসে থাকতো। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই চোখে পড়ত বুট আর বন্দুকের নল।’

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here