স্পোর্টস ডেস্ক:: আনুষ্ঠানিকতা শেষ হয়েছে খানিক্ষণ আগেই। সকালেই নিবন্ধন করে ছিলেন নাম। আর রাতেই বার্সার জার্সিতে অভিষেক ম্যাচে দলকে জেতালেন দানি ওলমো। ভায়েকানোর বিপক্ষে পিছিয়ে পড়া বার্সা ওলমো-পেদ্রিদের গোলে জিতেছে ২-১ ব্যবধানে।
মঙ্গলবাল সকালে দানি ওলমো বার্সাল মূল দলে নিবন্ধন করেন। রাতেই লা লিগায় ভায়েকানোর বিপক্ষে মাঠে নামেন তিনি। দ্বিতীয়ার্ধে ওলমো মাঠে নামার আগ পর্যন্ত বার্সা পিছিয়ে ছিলো ১-০ গোলে। তার মাঠে নামার পরই চিত্র বদলে যায়। পিছিয়ে থাকা বার্সাকে সমতায় ফেরান পেদ্রি। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে জয় সূচক গোল করেন ওলমো।
লামিন ইয়ামালের পাস থেকে ম্যাচের ৮২তম মিনিটে দলকে জয় সূচক গোল এনে দেন দানি ওলমো। শেষ পর্যন্ত বার্সাও জিতে ২-১ ব্যবধানে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানেই আছে বার্সা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০