স্পোর্টস ডেস্ক:: সকালে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন বাংলাদেশ নারী দলের ফুটবলররা। পদক গ্রহণের পরপরই খবর পেলেন বাংলাদেশ দলে জায়গা হয়নি তাদের। কোচ পিটার বাটলার আগেই জানিয়েছেন, বিদ্রোহী ফুটবলাররা আরব-আমিরাত সফরে যাবেন না। তাদেরকে ছাড়াই দল গঠণ করা হবে। সেটাই করেছেন তিনি।
কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলারকে বাইরে রেখেই দল গড়বেন ইংলিশ কোচ পিটার বাটলার। ২৩ জনের দল ঘোষণা করেছেন কোচ। বাংলাদেশ নারী দল ২৪ ফেব্রুয়ারি দল নিয়ে আরব আমিরাত যাবে। স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি খেলবে ২৬ ফেব্রুয়ারি। এরপর বাংলাদেশ নারী দল ২ মার্চ খেলবে একটি আন অফিসিয়াল ম্যাচ।
গত বছর টানা দ্বিতীয়বার সাফ জয় করেছিলো বাংলাদেশ দল। ৩০ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এই প্রথম মাঠে নামবে মেয়েরা। সিনিয়র ফুটবলারদের ছাড়াই বাংলাদেশ দল যাচ্ছে আরব-আমিরাত সফরে।
২৩ সদস্যের দল
গোলরক্ষক: মোসাম্মৎ ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রানী রায়।
ডিফেন্ডার: কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, সুলতানা, কানম আক্তার, মরিয়ম বিনতে হান্না, অর্পিতা বিশ্বাস অর্পিতা,
মিডফিল্ডার: হালিমা আক্তার, স্বপ্না রানী, মুনকি আক্তার, বন্যা খাতুন।
ফরোয়ার্ড: আইরিন খাতুন, আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বালা মাহাতো, ঐশি খাতুন, তনিমা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, নবিরন খাতুন।
বিদ্রোহের কারণে দলে না থাকা ফুটবলাররা হলেন- সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শিউলি আজীম, নীলুফার ইয়াসমীন নীলা, তহুরা খাতুন, সাগরিকা, মাতসুশিমা সুমাইয়া, শামসুন্নাহার, শামসুন্নাহার (জুনিয়র), রূপনা চাকমা, স্বর্ণা রানী মন্ডল, নাসরিন আক্তার ও সাথী বিশ্বাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০