স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে শুক্রবার সকাল থেকে। আসরের প্রথম কোয়ার্টার ফাইনালেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তারা সকাল ৭টায় ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামবে। টেক্সাসের হিউস্টনে অবস্থিত এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। চোট সমস্যায় ভুগছেন এই সুপারস্টার। যার ফলে আদৌও খেলবেন কি, খেলবেন না, সেই প্রশ্ন উঠেছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। ম্যাচের আগে শেষ অনুশীলন সেশন দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
স্কালোনি বলেন, ‘আমি এখনই তাঁর অবস্থা নিয়ে কিছু বলতে চাই না। কারণ আমি মনে করি, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটাই সবচেয়ে ভালো। আজ (বৃহস্পতিবার) আমি এই বিষয়ে তাঁর (লিওনেল মেসি) সাথে কথা বলব। কারণ, ম্যাচের মাত্র একদিন বাকি এবং আমার মনে হয় সে সময় নিক এবং যতটা পারা যায় অনুশীলন করুক। অনুশীলনের পূর্বে আমি তাঁর সঙ্গে কথা বলব এবং তারপর সে সিদ্ধান্ত নেবে। আমার সঙ্গে এখনও তাঁর কথা হয়নি। দেখা যাক আগামীকাল কী হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post