সকালে সিলেটে আসছেন সাকিব-রনি

0
102

নিজস্ব প্রতিবেদকঃ জাকির হাসানের ইনজুরিতে কপাল খুলেছে রনি তালুকদারের। প্রথমবারের মতো এক দিনের ক্রিকেটে জাতীয় দলে ডাক পেয়েছেন। গেল বিপিএল থেকেই দারুণ সময় কাটছে। এবার যোগ হলো নতুন সুসংবাদ। সন্ধ্যায় ডাক পেয়েছেন সিলেটে উড়াল দেওয়ার। এদিনই ডিপিএলেও দারুণ ইনিংস খেলেছেন মোহামেডানের হয়ে ৬১ বলে ১২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৮০ রানের ক্যামিও ইনিংস খেলেন। যদিও দল জিততে পারেনি। তবে তিনি ছিলেন ফর্মে ঠিকই।

রনি শুক্রবার সকালে সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন। এদিন বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানও। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে স্বর্ণের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে দলের সাথে যোগ দিবেন বাঁহাতি এই ক্রিকেটার।

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ। তবে ইংলিশদের সঙ্গে সিরিজ শেষ হতে না হতেই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকরা। সে লক্ষ্যেই সিলেটে এখন তামিম ইকবালের দল। বৃহস্পতিবার সিলেটে আসেন টাইগাররা। দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমানটি।

এদিকে দুপুরে বিমানবন্দর থেকে টিম হোটেলে গিয়ে অনুশীলনে নেমে পড়েন মুশফিকুর রহিম-মুস্তাফিজুর রহমানরা। দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের জন্য আসে বাংলাদেশ দল। প্রধান কোচ চন্ডিকা হাথুরেসিংহে, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স ছিলেন দলের সাথে। জাকির হাসান, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, শরিফুল ইসলামরা আগে থেকেই অবস্থান করছেন সিলেটে। বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ তারা খেলেছেন বুধবারে।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here