স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপ আয়োজন করতে হলে ৬টি দলের জন্য প্রয়োজন ১২টি টিম বাস। সঙ্গে ম্যাচ অফিসিয়াল, টিভি ক্রুসহ অন্যদের জন্য আরো কয়েকটি গাড়ি প্রয়োজন পড়বে। কিন্তুু আর্থিক সঙ্কটে থাকা শ্রীলঙ্কায় তেল সঙ্কট প্রকট। এই মুহূর্তে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি এতোগুলি বাসের জন্য জ্বালানি তেল সরবরাহ করতে পারবে না। এজন্যই এশিয়া আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে অংশ নেবে ৬টি দল। তাদের অনুশীলনে যাওয়া-আসা, ম্যাচ ভেন্যুতে যাওয়া-আসার জন্য অন্তত ১২টি বাসের প্রয়োজন পড়বে। সেই সঙ্গে ক্রিকেট দলগুলোর কিডস বহনের জন্য যানবাহন, আইসিসির ম্যাচ অফিসিয়াল, টিভি ক্রু, বিদেশী দর্শকদের জন্য যানবাহনের যে প্রয়োজন পড়বে, তা সরবরাহ করতে পারবে না লঙ্কান বোর্ড। কারণ একটাই বাস সরবরাহের জন্য পর্যাপ্ত জ্বালানি নেই দলটির হাতে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি’র প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বাস সরবাহের জন্য জ্বালানি তেলের সঙ্কটের কথা জানিয়ে বলেন, ‘আমাদের এখানে এখন জ্বালানি তেলের সঙ্কট চলছে। এ অবস্থায় এশিয়া কাপ আয়োজন করতে গেলে অনেকগুলো গাজির প্রয়োজন পড়বে। সেই গাড়িগুলাের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করাটা সত্যিকার অর্থেই আমাদের জন্য চ্যালেঞ্জিং।’
এশিয়ার ক্রিকেট পরাশক্তিগুলো খেলবে। বিশেষ করে ভারত-পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচও আছে। এসব ম্যাচ দেখতে বিদেশী দর্শকেরা আসবনে। ট্রান্সপোর্ট নিয়ে তারা খুব একটা সুবিধা পাবেন না জানিয়ে তিনি আরো বলেন, ‘আমাদের এখানে যে অবস্থা চলছে, তাতে বিদেশী দর্শক এসে খুশি হবেন না। সবকিছু বিবেচনা করেই আমাদের সরে আসতে হয়েছে।’
আগামি এশিয়া শুরু হবে ২৭ আগস্ট। শেষ হবে ১১ সেপ্টেম্বর। শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন থেকে সরে যাওয়াতে সংযুক্ত আরব-আমিরাতে হবে এশিয়ার এই মেগা টুর্নামেন্টটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০