সেঞ্চুরি হলাে না ইফতিখারের, হালি পূর্ণ করে পাকিস্তানের হার

0
101

স্পোর্টস ডেস্ক:: হাতে আছে ২৫ বল। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে লাগে মাত্র ৬ রান। পাকিস্তানী ব্যাটার ইফতিখার নিজেও আউট হননি। তবুও তার সেঞ্চুরি হলো না। তাঁকে ৯৪ রানে রেখেই সঙ্গী ব্যাটাররা একে একে ফিরেছেন সাজঘরে। জয়ের হালি পূর্ণ করা পাকিস্তান সফরকারী নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলো না। সিরিজের শেষ এবং পঞ্চম ওয়ানডেতে টম লাথামের দল জিতেছে ।

সফরকারী নিউজিল্যান্ড আগে ব্যাট করে উইল ইয়ং ও টম লাথামের ব্যাটে চড়ে ২৯৯ রান তুলেছিলো। ৩০০ রানের জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান ইফতিখারের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসের সঙ্গে আজহা সালমানের হাফ সেঞ্চুরিতে জিততে পারেনি। ৩.৫ ওভার হাতে রেখে ২৫২ রানেই থামে তাদের ইনিংস।

টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড উইল ইয়ং ও টম লাথামের ব্যাটে চড়ে ইনিংসের তিন বল বাকী থাকতে অলআউট হয় ২৯৯ রানে। ওপেনার উইল ইয়ং ৮৭ রান করেছেন। ৯১ বলের ইনিংসে দুই চার ও এক ছক্কা হাঁকিয়েছেন এই ওপেনার। সফরকারীদের অধিনায়ক টম লাথামও হাফ সেঞ্চুরি করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৫৯ রান। ৫৮ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন পাঁচ চারে। দুই ছয় ও পাঁচ চারে ৩৩ বলে ৪৩ রান করেছেন মার্ক চ্যাপম্যান। ২৮ রান করেছেন রাচিন রবীন্দ্রা।

পাকিস্তানের হয়ে শাদাব খান ও উসামা মীর ২টি করে উইকেট লাভ করেন।

৩০০ রানের টার্গেটে খেলতে নামা পাকিস্তান শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় অর্ধশতক পেরুতেই তিন উইকেট হারায় দলটি। ৫২ রানের মাথায় ফিরে যান অধিনায়ক বাবর আজম, ফখর জামান। দু’জনেই আগের ম্যাচগুলোতে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন। ফিরেন শাদাব খানও। প্রথম তিন ম্যাচের সেঞ্চুরিয়ান ফখর করেছেন ৩৩ রান। শান মাসুদ ফিরেছেন ৭ রানে। এক রান এসেছে অধিনায়ক বাবরের ব্যাট থেকে।

দ্রুত উইকেট হারানো দলটির হয়ে হাল ধরেন ইফতিখার। দারুণ ব্যাট করে কিউদ বোলারদের প্রতিরোধও গড়েন তিনি। তবে তাকে এক প্রান্তে রেখেই অন্য প্রান্তে যাওয়া-আসা করেন পাক ব্যাটাররা। শেষ পর্যন্ত তাই তিনি ৯৪ রানে অপরাজিত থাকলেও সেঞ্চুরি পাননি। ৭২ বলের ইনিংস সাজিয়েছেন আট চার ও দুই ছক্কায়। আরেক হাফ সেঞ্চুরিয়ান আজহা সালমান পঞ্চম উইকেটে তার সঙ্গে ৯৭ রানের জুটি গড়েছিলেন। ব্যক্তিগত ৫৭ রানে সালমানের বিদায়ের পর জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় পাকিস্তানের। রানের সমান বলের ইনিংসে সালমান ছয় চার ও এক ছক্কা হাঁকিয়েছেন। ২০ রান করেছেন উসামা মীর। শেষ পর্যন্ত পাকিস্তান ৪৬.১ ওভারে ২৫২ রানে গুটিয়ে যায়।

নিউজিল্যান্ডের হয়ে হেনরি শিপলে ও রচিন রবীন্দ্রা ৩টি করে উইকেট লাভ করেন।

পাঁচ ম্যাচের সিরিজ পাকিস্তান জিতেছেন ৪-১ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচে ৪৭ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে নিউজিল্যান্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here