সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ক্রিকেটার ঋষভ পন্ত

0
100

স্পোর্টস ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত। দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি পুরোপুরি জ্বলে গেছে পন্তকে বহনকারী গাড়ি। গুরুতর আহত অবস্থায় এই উইকেটরক্ষক ব্যাটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজেই নিজের গাড়ি চালাচ্ছেন পন্ত। নিজ এলাকা উত্তরাখণ্ডের রুর্কি এলাকায় মারাত্বক দুর্ঘটনায় শিকার হন তিনি। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে রাজধানী নয়া দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে কিছু জানা যায়নি, শারীরিক অবস্থার ব্যাপারে। তবে যে ছবি ভেসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাতে ভয়ঙ্কর অবস্থাই ফুটে উঠেছে। ঋষভ পন্তকে সুস্থ করে তোলার জন্য কাজ করে যাচ্ছে মেডিকেল টিম।

কিছুদিন আগেই বাংলাদেশের মাঠে সিরিজ খেলে যান পন্ত। তবে ঘরের মাঠে জানুয়ারি থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজে তিনি বিশ্রামে আছেন। ব্যাঙ্গালোরে অবস্থিত জাতীয় ক্রিকেট একাডেমিতে যোগ দেওয়ার কথা ছিল পন্তের। এই বাঁহাতি ব্যাটার সেখানেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতেন। তবে আপাতত সেটা আর হচ্ছে না।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here