স্পোর্টস ডেস্কঃ দুই দশকের ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন ভারত নারী দলের পেসার ঝুলন গোস্বামী। শনিবার ঐতিহ্যে মোড়ানো লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নামেন এই পেসার। শেষ ম্যাচে দারুণ এক জয় পেয়েছে তাঁর দল ভারত।
এর আগে টসের সময় ঝুলনকে সঙ্গে নিয়ে যান ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর। ব্যাটিংয়ের সময় মাঠে নেমে প্রতিপক্ষের কাছ থেকে ঝুলন পেলেন ‘গার্ড অব অনার।’ কিংবদন্তি এই ক্রিকেটারের স্মরণীয় বিদায়ী ম্যাচে ১৬৯ রানের পুঁজি নিয়েও ভারত জিতে নেয় ১৬ রানে।
২০ বছরের ক্যারিয়ারে ঝুলন টেস্টে ১২ ম্যাচে ৪৪ উইকেট, ওয়ানডেতে ২০৪ ম্যাচে ২৫৫ উইকেট ও টি-টোয়েন্টিতে ৬৮ ম্যাচে নিয়েছেন ৫৬ উইকেট। নারী টি-টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারী ঝুলন। আর কোনো বোলার ২০০ উইকেটও নিতে পারেননি।
বিদায়বেলায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ঝুলন, ‘আমি বিসিসিআইকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিতে চাই আমার সতীর্থ, কোচ, অধিনায়কসহ সবাইকে। আমাকে আজ এ সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এটা সত্যিই আমার জন্য একটা বিশেষ মুহূর্ত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০