স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচে অনাকাঙ্খিত ঘটনা ঘটান সাদিও মানে। ম্যাচে ৩-০ গোলে হারে বায়ার্ন। সেই ম্যাচ চলাকালীনই দুই ফুটবলার লেরয় সানে ও সাদিও মানে তর্কে লিপ্ত হন। সেই ঘটনার রেশ কাটেনি ম্যাচের মধ্যে।
পরবর্তীতে ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিং রুমেও এই নিয়ে ঝগড়া লাগেন দুজন। এক পর্যায়ে সানের মুখে ঘুষি মেরে বসেন মানে। এতে সানের ঠোঁট ফেটে যায়। দ্রুতই অন্যান্য ফুটবলাররা দুজনকে আলাদা করে থামিয়ে দেন সেটি। তবে এখানেই শেষ হয়নি। বায়ার্ন কর্তৃপক্ষ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে।
সাদিও মানেকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বায়ার্ন। বুন্দেসলিগায় হফেনহ্যামের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি মানেকে। শুধুমাত্র এখানেই শেষ নয়। আর্থিকভাবে জরিমানাও করা হয়েছে। এছাড়া সতীর্থ ও ক্লাব সবার কাছেই ক্ষমা চাইতে হবে সানে এবং মানে দুজনকে।
মানেকে নিষিদ্ধ করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। ইউরোপের গণমাধ্যমের তথ্যমতে, শাস্তির আগে বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান ও ক্রীড়া পরিচালক হাসান সালিহামিজিচ ডেকে নিয়ে যান মানেকে। এরপরই শাস্তি দেওয়া হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা