সবগুলো গাড়ী বিক্রি করে গ্যারেজ ফাঁকা করেছেন বিরাট কোহলি

0
67

স্পোর্টস ডেস্ক:: ভারতীয় দলের সবচেয়ে বড় তারকা। বিশ্ব ক্রিকেটের বড় নাম বিরাট কোহলি। ক্রিকেট খেলেই আয় করেন কোটি কোটি টাকা। তার বাইরে ব্যবসা বাণিজ্যতো আছেই। এসবের বাইরে বিরাট কোহলির বড় আয় হয় বিজ্ঞাপন, স্পন্সর কোম্পনাী ও বিভিন্ন কোম্পানীর শুভেচ্ছাদূত হওয়া থেকে।

অঢেল ঢাকার মালিক বিরাট কোহলি তাই একটার পর একটা বিলাস বহুল গাড়ী কিনেছেন। যে গাড়ী বাজারে আসতো, যত দামই হোক না কেন বিরাট কিনে নিতেন। একটার পর একটা গাড়ীতে তার ব্যক্তিগত গ্যারেজ ফুল হয়ে যায়।

ক্রিকেটীয় ব্যস্ততায় ব্যক্তিগত জীবনে ঘুরাঘুরির খুব একটা সময় মেলে না। এতো এতো গাড়ী তাই অব্যবহৃতই থেকে যেতো। বিরাট কোহলি তাই প্রায় সবগুলো গাড়ীই বিক্রি করেছেন। ফাঁকা করেছেন তার গ্যারেজ। একান্ত প্রয়োজন যে গাড়ীগুলো, যা ব্যবহার করেন তিনি এবং তার পরিবারের সদস্যরা, কেবল সেই গাড়ী গুলো রেখেছেন। বাকী সবগুলোই বিক্রি করে দিয়েছেন।

আইপিএল শুরুর আগে আরসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট কোহলি তার গাড়ীগুলো বিক্রির খবর জানিয়েছেন। স্বীকার করেছেন অযৌক্তিক ভাবেই গাড়ী কিনে গ্যারেজ পূর্ণ করেছেন।

সাক্ষাৎকারে নিজের গাড়ী কেনা নিয়ে বিরাট কোহলি বলেন, ‘আমার যে ক’টা গাড়ী ছিল, সবগুলোই আচমকা ঝোঁকের মাথায় কিনে ফেলে ছিলাম। হয়তো কোনোদিন চালাইওনি। গাড়ীগুলো পড়েই থাকতো। একটা সময় পর বুঝতে পালাম এতগুলো গাড়ী কেনার কোনো মানেই হয় না।

বেশির ভাগ গাড়ী বিক্রি করে দিয়েছেন জানিয়ে বিরাট বলে ‘বেশিরভাগ গাড়ীই আমি বিক্রি করে দিয়েছি। এখন যে গাড়ীগুলো আমরা ব্যবহার করি, শুধু সেগুলোই রাখা আছে। আমার মনে হয় বাস্তবে এরকমই ঘটা উচিত।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here