স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারে ২০১১ সাল থেকে খেলেছেন হ্যারি কেইন। সব প্রতিযোগীতা মিলিয়ে ২৮০ গোল করে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। প্রিমিয়ার লিগে ২১৩টি গোল রয়েছে তাঁর নামের পাশে। প্রিমিয়ার লিগের তিন মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন। এবারের মৌসুম শুরুর আগে বায়ার্ন মিউনিখে নাম লেখান কেইন রেকর্ড ১০ কোটি ইউরোতে।
কেইন ছাড়া নতুন মৌসুম শুরুর ম্যাচে হোঁচট খায় টটেনহাম। গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের মাঠে ২-২ ড্রয়ে আসর শুরুর পর এবার ঘরের মাঠে নেমেই জয় পেয়েছে স্পার্সরা। গত রাতে শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে তারা। চলতি লিগে এটি তাদের প্রথম জয়। এদিকে ম্যান ইউর প্রথম হার।
গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯ মিনিটে সেনেগালিজ ডিফেন্ডার মাতার সার গোল এনে দেন টটেনহামকে। আর ৮৩ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। ইভান পেরিসিচের ক্রস নিজেদের জালে জড়িয়ে দেন বুচার খ্যাত মার্টিনেজ।
২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশে ম্যান ইউ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয়ে টটেনহাম। এ দুই ম্যাচেই আক্রমণাত্বক ফুটবল উপহার দিয়েছেন গত জুনে টটেনহাম কোচ হিসেবে নিয়োগ পাওয়া অ্যাঞ্জে পোস্তেকগলু। এ দুই ম্যাচে ৪ গোল করেছে টটেনহাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post