‘সবচেয়ে বাজে বিশ্বকাপ’

0
15

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচের ৫টিতে হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া সাকিব আল হাসানের দলের প্রাপ্তির খাতা শূন্য। সবশেষ শনিবার বিশ্বকাপ বাছাই পর্ব পার করে আসা নেদ্যারল্যান্ডসের বিপক্ষে পরাজয় টাইগারদের দেখাল আরও বড় বাস্তবতা।

শিরোপার স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া বাংলাদেশের এমন পারফরম্যান্সের পর প্রশ্ন উঠে গেছে- এটাই কি লাল সবুজের প্রতিনিধিদের সবচেয়ে বাজে বিশ্বকাপ? বাংলাদেশ অধিনায়ক সাকিব তা মেনে নিলেন অকপটেই। নেদারল্যান্ডস লজ্জার পর তিনি বললেন, ‘হ্যাঁ, সেটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন এবং আমি দ্বিমত করব না এটায়।’

মাঠে সমর্থকরা দুয়ো দিয়েছেন সাকিবকে পাশাপাশি বাংলাদেশ দলকেও। সাকিব সে সম্পর্কে বলেন, ‘সমর্থকদের নিয়ে আমার কিছু বলার নাই। আমরা যেভাবে খেলছি তাতে আমার মনে হয় এটাই আমাদের প্রাপ্য।’

সাকিব মনে করেন, দল এখন যে অবস্থায় আছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন, ‘সত্যি কথা বলতে, খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। সুযোগ এখনো আছে আমাদের। তবে খুবই কঠিন। আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমাদের কিছু করার নেই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here