স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (২৭ জুন) আফগানদের দেয়া ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৭ বল বাকি থাকতে ৯ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা।
বিদায়ের আগে আফগান বোলার ফজলহক ফারুকি গড়েছেন দারুণ এক রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি গড়লেন আফগান এই বাঁহাতি পেসার। বৃহস্পতিবার সকালে প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কককে বোল্ড করে ফজলহক আসর শেষ করলেন ১৭ উইকেট নিয়ে। ২০২১ আসরে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৬ উইকেট নিয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার।
এবারের আসরের শুরু থেকেই ফজলহক ছিলেন বিধ্বংসী। উগান্ডার বিপক্ষে প্রথম ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫ উইকেট শিকার করেন তিনি স্রেফ ৯ রান দিয়ে। নিউজিল্যান্ডকে হারানোয় বড় অবদান রাখেন চার উইকেট নিয়ে। পরের ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে তার প্রাপ্তি তিন উইকেট। এরপর উইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচে উইকেটশূন্য থাকেন ফজলহক। এই দুইয়ের মাঝে ভারতের বিপক্ষে উইকেট নেন তিনটি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে একটি উইকেট নিয়ে তিনি স্পর্শ করেন হাসারাঙ্গাকে। দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ম্যাচে উঠে গেলেন নতুন উচ্চতায়।
আজ দক্ষিণ আফ্রিকার কাছে হারের আফগান অধিনায়ক রশিদ খান প্রশংসা করেছেন দলের বোলারদের। তিনি বলেন, ‘আমাদের পেসাররা দারুণ বোলিং করেছে। এ কারণেই আমরা এই টুর্নামেন্টে সফলতা পেয়েছি, ভালো শুরুটা প্রয়োজন। মুজিবের চোটের কারণে কিছুটা দুর্ভাগা ছিলাম, কিন্তু পেসাররা, এমনকি মোহাম্মদ নবী নতুন বলে ভালো বোলিং করেছে। তাতে আমাদের স্পিনারদের কাজটা সহজ হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post