স্পোর্টস ডেস্ক:: ৫৩ গোলকরে বিদায়ী বছরে সবচেয়ে বেশি গোল করেছেন রোনালদো। তবুও সেরা দশ জনের তালিকায় নেই তার নাম। ৫২ গোল করে বর্ষসেরা ফুটবলার হয়েছেন আর্লিং হল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন উপায়ে এর প্রতিবাদও জানিয়েছেন সিআর সেভেন।
২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। যে তালিকার সেরা দশেও নেই পর্তুগালের তারকা রোনালদোর নাম। অথচ জাতীয় দল ও ক্লাব মিলিয়ে তিনি ৫৩ গোল করেছেন। বিদায়ী বছরে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ গোল হল্যান্ডের।
তালিকায় সবার উপরে সিটির তারকা হল্যান্ড। দ্বিতীয় স্থানে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। এরপরই তিনে জায়গা হয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। সেরা ১০ এর তালিকায় না রাখার প্রতিবাদও করেছেন রোনালদো।পর্তুগিজ গণমাধ্যম অ্যা বোলা’র ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করা বর্ষসেরার তালিকায় কমেন্টে হাসির ইমোজি দিয়েছেন রোনালদো।
শুধু হাসির ইমোজিই দেননি। দিয়েছেন লজ্জার ইমোজিও। মূলত এই ফেসবুক পোস্টেই নিজের প্রতিবাদ জানিয়ে দিলেন সিআর সেভেন।তালিকায় স্থান পাওয়া একমাত্র পর্তুগিজ ফুটবলার হলেন বার্নান্দো সিলভা। তিনি অষ্টম স্থানে রয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post