সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল টেলের

0
44

স্পোর্টস ডেস্কঃ বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করেছেন ম্যাথিস টেল। শনিবার লিগে ঘরের মাঠে স্টুর্টগার্টের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ফ্রান্সের ১৭ বছর বয়সী বায়ার্ন স্ট্রাইকার টেল ম্যাচে গোল করে রেকর্ড গড়েছেন।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় যোগ করা সময়ের পেনাল্টিতে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন। টেল ছাড়া বাভারিয়ানদের অন্য গোলদাতা জামাল মুসিয়ালা। অন্যদিকে স্টুর্টগার্টের হয়ে গোল করেছেন ক্রিস ফুরিচ ও সেরহু গুইরাসি। 

ঘরের মাঠে ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। রেঁনে থেকে মিউনিখের দলটিতে আসা তরুণ টেল গোল করেন। তাকে গোলে সহায়তা দেন আমেরিকান লেফট ব্যাক আলফনসো ডেভিস। ওই গোলে ১৭ বছর ১৩৬ দিন বয়সে বুন্দেসলিগার সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন এই তরুণ। ভাঙেন সতীর্থ জামাল মুসিয়ালার রেকর্ড। 

বিরতির পর ৫৭ মিনিটে ম্যাচে সমতা ফেরায় স্টুর্টগার্ট। জার্মান ফুটবলার ফুরিচ গোল করেন। তিন মিনিট পরই আবার এগিয়ে যায় বায়ার্ন। জামালের গোলে ব্যবধান বাড়ায় দলটি। এরপর যোগ সময়ে পেনাল্টিতে আবার ম্যাচে সমতা টানে স্টুর্টগার্ট। এই নিয়ে মৌসুমের ছয় ম্যাচে তিনটি ড্র করলো হুলিয়ান ন্যাগেলসম্যানের বায়ার্ন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here