স্পোর্টস ডেস্কঃ সৌদি আরবের ক্লাব আল আহলিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্ত ফিরমিনো। ২০২৬ সাল পর্যন্ত তার এই চুক্তি। আর্থিক বিষয়াদির বিস্তারিত জানানো হয়নি। গত মৌসুমেই ফিরমিনো জানিয়েছিলেন, মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে আর নতুন চুক্তি করবেন না তিনি। এরপর তাকে নিয়ে জাগে নানান গুঞ্জন। এমনও গুঞ্জন উঠেছিল যে, বেনজেমার পরিবর্তন হিসেবে ফিরমিনোকে চায় রিয়াল। তবে সেটা আর হয়নি। শেষ কয়েকদিনের গুঞ্জনে নিশ্চিত হয়ে যায় ফিরমিনোর সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত।
নতুন ক্লাবে ফিরমিনো সতীর্থ হিসেবে পাবেন এদুয়ার্দ মেন্দিকে। কদিন আগে চেলসি ছেড়ে এই ক্লাবে যোগ দিয়েছেন সেনেগালের গোলকিপার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্টে ফিরমিনো বলেন, ‘সবসময় বড় দলেই খেলেছি আমি, এখন আমি আল আহলিতে।’
ইংলিশ ক্লাব লিভারপুলে আট মৌসুম কাটিয়েছেন ফিরমিনো। এই আট মৌসুমে অল রেডদের হয়ে ৩৬২ ম্যাচে করেছেন ১১১টি গোল। এর আগে ২০১১ সালে তিনি যোগ দেন জার্মান ক্লাব হফেনহাইমে। পরে ২০১৫ সালে তাকে দলে নেয় লিভারপুল। অ্যানফিল্ডের দলটির হয়ে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, কারাবাও কাপ এবং লিগ শিরোপা। ফিরমিনোর গোলেই ক্লাব বিশ্বকাপের শিরোপাও জিতেছিল লিভারপুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০