স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরুর আগে আলোচনায় বাংলাদেশ দলের পারফরম্যান্স। বিশেষ করে টপ অর্ডারে যাচ্ছেতাই অবস্থা ব্যাটারদের। সৌম্য সরকার তাদের মধ্যে একজন। ব্যাট হাতে খারাপ সময় চলছেই এই বাঁহাতি ক্রিকেটারের। তবে বিশ্বকাপে যাওয়ার আগে নিজের স্বপ্নের কথা জানিয়ে গেছেন এই তারকা।
দলের অন্যান্য সতীর্থরা যদি বিশ্বকাপে সেমি ফাইনাল খেলার কথা বলে, তাহলে তিনি বলতে চান ফাইনালের কথা। সবসময় বড় স্বপ্ন দেখতে পছন্দ করেন সৌম্য সরকার। চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্বপ্ন দেখেন তিনি। প্রতিটি বিশ্বকাপ খেলা গর্বের বলে জানিয়েছেন এই ক্রিকেটার, ২০২৪ বিশ্বকাপকে স্মরণীয় করার চেষ্টা করবেন।
বিসিবির রেড গ্রিন রেড স্টোরির ভিডিওতে সৌম্য সরকার বলেন, ‘সবসময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলব ফাইনাল খেলতে যাব। তারপরে ফলাফলের কথা আসবে। মাঠে ভালো-খারাপের উপর ফলাফল আসবে। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার’
বিশ্বকাপ খেলা নিয়ে সৌম্যর ভাষ্য, ‘খেলোয়াড় হিসেবে যেকোনো বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়। ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম, এবারও সেরকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করব ২০২৪ সালে আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post