স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফিরছেন। কয়েক ধাপে ঢাকায় আসছেন ক্রিকেটাররা। শুক্রবার বিকেলে ও রাতে ক্রিকেটাররা ঢাকায় পৌঁছান। তবে সাংবাদিক বা ভক্ত-সমর্থক কারো সাথেই কোনো কথা বলেননি ক্রিকেটাররা। সবাইকে এড়িয়ে বিমানবন্দর ত্যাগ করেন তারা।
বিশ্বকাপের পুরোটা সময় বাংলাদেশ দল ব্যর্থতার পরিচয় দিয়েছে। সহযোগী সদস্য দেশগুলোর কাছে পর্যন্ত হেরেছে। কোনোমতে সুপার টুয়েলভে খেলতে পারলেও জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। এমন হতশ্রী পারফর্মের পর সমালোচনা হচ্ছে চারি দিকে।
শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, শরিফুল ইসলাম, নাসুম, মেহেদী ও শামীরা। রাতে আরো কয়েকজন ক্রিকেটার দেশে ফেরেন। কিন্তুু তারা কেউ বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেননি।
বিমানবন্দরের বাইরে থাকা নিজ নিজ গাড়িতে চড়ে তারা দ্রুতই বিমানবন্দর এলাকা ত্যাগ করেন। এসময় সাংবাদিকরা কথা বলতে চাইলে মাথা নিচু করে দ্রুতই তারা গাড়িতে উঠেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০