নিজস্ব প্রতিবেদক:: দলে নেই সাকিব, দেশেও নেই। পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। ক্রিকেট সমর্থক, গণমাধ্যমকর্মীরা এমনটাই জানতেন। দলে থাকলেও তিনি মিরপুরে অনেক সময় অনুপস্থিত থাকতেন। দলীয় অনুশীলনেও মিলতো না তাকে।
সেই সাকিব হঠাৎ করে সবাইকে চমকে দিলেন। মিরপুরের হোম অব ক্রিকেটে গণমাধ্যকর্মী, সমর্থকদের চমকে দিয়ে তিনি হাজির। তবে অনুশীলন করেননি। কি কারণে অধিনায়ক মিরপুরে এসেছেন সেটাও জানা যায়নি।
সোমবার অনেকটা আড়ালে তিনি দেশে আসেন। অথচ আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী শিশির সাকিবের ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে ছেলে-মেয়েদের নিয়ে ঘুরছেন বাংলাদেশের অলরাউন্ডার।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই অধিনায়ক। চোটের কারণে মিস করছেন আফগান সিরিজের টেস্ট। ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজ শেষ করে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে যান তিনি। পরিবারকে সময় দিয়ে অবশেষে ঢাকায় ফিরেছেন সাকিব। তবে নীরবেই ঢাকায় ফিরেছেন। গণমাধ্যমও আসার আগে জানতে পারেনি তার ঢাকায় আসার খবর। টেস্ট দলে না থাকায় সাকিবও আড়ালই ফিরেছেন দেশে। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অলরাউন্ডার।
ঢাকায় নিজের বাসায় অবস্থান করছেন তিনি। চোটের কারণে দলে না থাকায় মিরপুরে দলের অনুশীলনে নেই অধিনায়ক। ঈদের পরপরই আফগানিস্তানের সাথে ওয়ানডে ও টি-২০ সিরিজ শুরু হবে। চোটমুক্ত হয়ে গেলে সেই সিরিজে খেলবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post