স্পোর্টস ডেস্কঃ তৃতীয়বারের মতো অধিনায়ক হওয়া সাকিব আল হাসানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে উইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। তবে একমাত্র উইন্ডিজ ছাড়া আর কোথাও সরাসরি সম্প্রচার না হওয়া বাংলাদেশের ক্রিকেট প্রেমিদের হতাশার।
অতীতের সব বাজে রেকর্ড ছাপিয়ে উইন্ডিজ সিরিজ দিয়ে সবাইকে ভুল প্রমাণ করার সুযোগ দেখছেন সাকিব। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘ফিটনেস অনুযায়ী আমি ভালো অবস্থায় আছি। ফর্ম নিয়ে ভাবছি না। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা ম্যাচ গেছে আমার। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আমি খুব একটা ভাবছি না। দলীয় পারফরম্যান্স নিয়েই ভাবছি। টেস্টে সাম্প্রতিক সময়ে আমরা ভালো খেলিনি। এখন সুযোগ সবাইকে ভুল প্রমাণ করার। আমরা আসলেই ভালো করতে পারি। এখান থেকে সামনে যেতে পারি। এ ম্যাচে ভালো করতে পারলে সিরিজের জন্য ভালো শুরু হবে।’
সাকিব আরো বলেন, ‘তিন ফরম্যাটে আমরা অনেক ক্রিকেট খেলি। যে কারণে খুব বেশি ইনজুরিতেও পড়তে হয়। তখন কিন্তু নতুনরা সেই সুযোগটা নিতে পারে। এটা তাদের জন্য ভালো একটা সুযোগ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০