স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। অথচ ভারতীয় ক্রিকেটারদের কথা বলতে হচ্ছে দ্বিতীয় ম্যাচ নিয়ে। সেটা যে হওয়ারই কথা। আয়ারল্যান্ডের বিপক্ষে আগামিকাল বিশ্বকাপ মিশন শুরু করা ভারত নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের।
ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটীয় উৎসব। এই ম্যাচটির টিকিট ছাড়া কয়েক সেকেন্ডের মধ্যেই সব উধাও হয়ে যায়। ৩৪হাজার আসনের স্টেডিয়ামটিতে বসে ম্যাচটি দেখতে চান লাখ লাখ সমর্থক। নাসাউ স্টেডিয়ামে ৯ জুন কাঙ্খিত ম্যাচটি অনুষ্টিত হবে।
কালোবাজারে সবচেয়ে মূল্যবান ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। হাজারো ডলার খরচ করে সমর্থকেরা একটি টিকিটের সন্ধান করছেন। বিশ্বকাপে মাঠে নামার আগে তাই ভারতীয় ক্রিকেটারদের ম্যাচটি নিয়ে কথা বলতেই হলো। এক অনুষ্ঠানে ভারতের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, সবাই চান ম্যাচটি যেনো তারা জিতেন।
স্টার স্পোর্টসে ‘কট অ্যান্ড বোল্ড’ নামক অনুষ্ঠানে পান্ডিয়া বলেছেন, ‘আপনি যেখানেই যাবেন, সমর্থকদের এমন সাড়া দেখবেন। আমি নিশ্চিত, সবাই চান ভারত-পাকিস্তান ম্যাচে যেন আমরা জয় পাই। এটা স্বাভাবিক, এটা আমি মেনে নিই। একই সঙ্গে এসব থেকে দূরে থাকার চেষ্টাও করি, মাঠে মনোযোগ দেওয়ার জন্য। সমর্থকদের প্রতি কৃতজ্ঞ, তাঁরা সবটুকু ভালোবাসা দিয়ে আমাদের সমর্থন দেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post