নিজস্ব প্রতিবেদকঃ গত ২৫ আগস্ট ছেলে সন্তানের বাবা হন নাজমুল হোসেন শান্ত। এরপর পরিবার ছেড়ে তিনি চলে যান দেশের জন্য খেলতে। গত ৩১ আগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক ফিফট হাঁকিয়েছিলেন শান্ত। এরপর আফগানিস্তান ম্যাচে হাঁকান সেঞ্চুরি। কিন্তু সেই ম্যাচে চোট পান বাঁহাতি এই ব্যাটার। পরে আর খেলা হয় নি এশিয়া কাপের বাকি অংশে। এবার নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বয়সভিত্তিক দল থেকে উঠে আসা এই ক্রিকেটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন না। ভারপ্রাপ্ত হিসেবে প্রথম দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন লিটন দাস। তবে তৃতীয় ম্যাচে তিনিও চলে গেছেন বিশ্রামে। তাই শান্তকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি। ক্যারিয়ারের দারুণ সময় পার করা এই ব্যাটার বললেন, নিজের প্রথম সন্তানকেই ভাগ্য বদলের কারণ!
সোমবার মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে শান্ত বলেন, ‘আমার কাছে তো তাই মনে হচ্ছে (ছেলেই ভাগ্য বদলে দিয়েছে)। বিশেষ করে গত এক বছর, সবাই আমাকে বলেও, বিশেষ করে আমার পরিবারের সদস্যরা। আমার নিজের কাছেও মনে হয়। সে খুব ভাগ্যবান মনে হয়। অন্তত আমার জন্য। আলহামদুলিল্লাহ। বেশ উপভোগ করছি। বাবা হওয়ার পর বা আগে থেকে গত এক বছর খুব ভালো যাচ্ছে। এখন চেষ্টা থাকবে এই জিনিসটা ধরে রাখা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০