সবার আগে আর্জেন্টিনা আসলো বাংলাদেশে

0
107

স্পোর্টস ডেস্ক:: ১২ জাতির টুর্নামেন্টে অংশ নিতে সবার আগে আজ শুক্রবার সকালে ঢাকায় এসেছে আর্জেন্টিনা জাতীয় কাবাডি দল। বাংলাদেশ কাবাডি ফেডারেশন তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছে। এই টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় আর্জেন্টাইনরা।

আগামি ১৩ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ঢাকার শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্টিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপের তৃতীয় আসর। এবারের আসরে অংশ নিচ্ছে ১২টি দল। স্বাগতিক বাংলাদেশ, আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, নেপাল ও পোল্যান্ড অংশ নেবে টুর্নামেন্টটিতে। সবার আগে আসছে অতিথি দল আর্জেন্টাইনরা।

১২ মার্চের মধ্যে অংশ নেওয়া ১২টি দলই ঢাকায় আসবে। এরপরই সব দলের ম্যানেজার্স মিটিংয়ে গ্রুপিং এবং ফিক্সশ্চার হবে। কাবাডি ফেডারেশন এবার দলের সংখ্যা বাড়িয়েছে। আগের আসরগুলোতে ৮টি দল অংশ নিলেও এবার ১২টি দল অংশ নিচ্ছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here