নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর সময় ঘনিয়ে আসছে। একইসাথে বাড়ছে উত্তাপ-আলোচনা। এবারের আসরে খেলবেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ছাড়াও আছেন লিটন দাস।
এর মধ্যে সাকিব আল হাসান ও লিটন দাস খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে মুস্তাফিজকে পাওয়া গেলেও, আইপিএলের শুরু থেকে সাকিব ও লিটনকে পাওয়া যাবে না। কেননা ১ এপ্রিল থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল যাত্রা।
আর ৪ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। যার ফলে টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাসের খেলার সম্ভাবনা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও দিয়েছেন কঠোর বার্তা। আগের সময়টাতেই ছাড়পত্র পাবেন তারা শুধুমাত্র। দেশের খেলা চলাকালীন সময় ছাড়া হবে না।
এবার বিসিবি সভাপতির সুরেই কথা বলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আইপিএলে খেলা হলে দক্ষতা বাড়বে, তবে সবার আগে দেশের খেলাকে গুরুত্ব দিতে বলছেন এই লঙ্কান কোচ।
হাথুরুসিংহে বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আগে তুমি তোমার দেশের জন্য খেলবে। এটা তাদেরকে নিলামে নাম দেওয়া বা অনাপত্তিপত্র চাওয়ার আগেই জানিয়ে দেওয়া হয়েছে। সেটা আগের মতোই আছে এখনও।’
হাথুরুসিংহে আরও বলেন, ‘হ্যাঁ, এটা নিশ্চিত যে আইপিএল খেললে তাদের স্কিলে উন্নতি হবে। কোনো সন্দেহ নেই, এটা বড় মানের টুর্নামেন্ট। কিন্তু প্রথম প্রাধান্য হচ্ছে দেশের হয়ে খেলা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post